বাড়ি বেচে দিলেন সোনু সুদ

7 hours ago 3
ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ও জনদরদি সেলিব্রিটি সোনু সুদ আবারও আলোচনায়। তবে এবার সিনেমা নয়, আলোচনার কেন্দ্রে এসেছে তার ব্যক্তিগত সম্পত্তি বিক্রির খবরে। বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে প্রায় ৩ কোটি রুপি লাভ করেছেন এই তারকা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, অগাধ সম্পদের মালিক সোনু সুদ হঠাৎ কেন নিজের ফ্ল্যাট বেচে দিলেন? ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশনের (আইজিআর) ওয়েবসাইটের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মুম্বাইয়ের অভিজাত এলাকা লোখান্ডওয়ালা মিনার্ভায় অবস্থিত ১২৪৭ বর্গফুটের ফ্ল্যাটটি ৮ কোটি ১০ লাখ রুপিতে বিক্রি করেছেন সোনু সুদ। চলতি মাসেই রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। জানা গেছে, ২০১২ সালে ৫ কোটি ১৬ লাখ রুপিতে ফ্ল্যাটটি কিনেছিলেন এই অভিনেতা। আর ১২ বছর পর বিক্রি করে তিনি পেয়েছেন প্রায় ২ কোটি ৯৪ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি টাকার বেশি) লাভ। বর্তমানে সোনু সুদের আনুমানিক মোট সম্পদের পরিমাণ ১৩০ কোটি রুপি। সিনেমা, বিজ্ঞাপন, ব্যবসা এবং নিজস্ব প্রোডাকশন হাউস থেকে তিনি এ সম্পদ গড়েছেন। প্রতি সিনেমায় তার পারিশ্রমিক দাঁড়ায় ২–৩ কোটি রুপি। ইনস্টাগ্রামে তার ২৭.৫ মিলিয়ন অনুসারী রয়েছে, যা তার ব্র্যান্ড চুক্তিগুলোকে আরও লাভজনক করেছে। তবুও কেন তিনি হঠাৎ এই ফ্ল্যাট বিক্রি করলেন তা স্পষ্ট নয়। যদিও এ নিয়ে মুখ খোলেননি সোনু সুদ। অভিনয়ের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের জন্যও সোনু সুদ দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। বিশেষ করে করোনা সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি “রিয়েল লাইফ হিরো” উপাধি পেয়েছিলেন। সম্প্রতি মহারাষ্ট্রের এক কৃষককে হালচাষের জন্য এক জোড়া ষাঁড় উপহার দিয়েও প্রশংসিত হয়েছেন তিনি। সোনু সুদ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মধ গজ রাজা’, যা এ বছরের ২৫ জানুয়ারি মুক্তি পায়। এ ছাড়াও চলতি বছর ‘ফতেহ’ সিনেমার মাধ্যমে পরিচালনায় অভিষেক হয়েছে তার; যেখানে তিনি অভিনয়ও করেছেন। তবে বর্তমানে তার হাতে নতুন কোনো সিনেমার কাজ নেই।
Read Entire Article