বাড়ি ভাড়া বাড়িয়ে এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিল সরকার

সাড়ে ৭ শতাংশ বাড়ি ভাড়া বাড়িয়ে পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীর নভেম্বর মাসের বেতনের সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। এ ধাপে মোট ৩ লাখ ৮৫ হাজার ৭০ জন শিক্ষক- কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের ২ লাখ ৯৭ হাজার ২৬২ জন ও কলেজের রয়েছেন ৮৭ হাজার ৮০৮ জন শিক্ষক-কর্মচারী। সোমবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শিগগিরই শিক্ষকদের ব্যাংকে টাকা পৌঁছে যাবে বলে জানা গেছে। এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় অনুমোদনের পর জিও জারি হলো। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯ হাজার ৮৫৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-১৭ হাজার ২০৩ ও কলেজ-২ হাজার ৬২৬) মোট ৩ লাখ ৮৫ হাজার ৭০ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কর্মরত। গত ২০ নভেম্বর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে নতুন চিঠি দেয়া হয়েছিলো। এতে সাড়ে ৭ শতাংশ চলতি মাস থেকে ও বাকি সাড়ে ৭ শতাংশ আগামী জুলাই থেকে বাস্তবায়নের কথা বলা হয়েছে। এই বাড়িভ ভাড়া পেতে কয়েকটি শর্তও জুড়ে দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, অর্থ ব

বাড়ি ভাড়া বাড়িয়ে এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিল সরকার

সাড়ে ৭ শতাংশ বাড়ি ভাড়া বাড়িয়ে পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীর নভেম্বর মাসের বেতনের সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। এ ধাপে মোট ৩ লাখ ৮৫ হাজার ৭০ জন শিক্ষক- কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের ২ লাখ ৯৭ হাজার ২৬২ জন ও কলেজের রয়েছেন ৮৭ হাজার ৮০৮ জন শিক্ষক-কর্মচারী।

সোমবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শিগগিরই শিক্ষকদের ব্যাংকে টাকা পৌঁছে যাবে বলে জানা গেছে।

এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় অনুমোদনের পর জিও জারি হলো।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯ হাজার ৮৫৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-১৭ হাজার ২০৩ ও কলেজ-২ হাজার ৬২৬) মোট ৩ লাখ ৮৫ হাজার ৭০ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কর্মরত।

গত ২০ নভেম্বর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে নতুন চিঠি দেয়া হয়েছিলো। এতে সাড়ে ৭ শতাংশ চলতি মাস থেকে ও বাকি সাড়ে ৭ শতাংশ আগামী জুলাই থেকে বাস্তবায়নের কথা বলা হয়েছে। এই বাড়িভ ভাড়া পেতে কয়েকটি শর্তও জুড়ে দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অর্থ বিভাগের অনুমোদন অনুসারে ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) হারে বাড়িভাড়া ভাতা পাবেন। এরপর ২০২৬ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ হয়ে মোট ১৫ শতাংশ হারে ভাতা কার্যকর হবে।

চিঠিতে কয়েকটি শর্ত উল্লেখ করা হয়েছে। এরমধ্যে পরবর্তী বেতনস্কেলে সুবিধা সমন্বয় করতে হবে। নিয়োগ অবশ্যই বিদ্যমান এমপিও নীতিমালা অনুযায়ী হতে হবে। বাড়িভাড়া ভাতা বৃদ্ধিজনিত কোনো বকেয়া দেয়া হবে না। ভাতা দিতে সব আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে। ব্যয়ে অনিয়ম হলে বিল অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow