বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথমটি সকাল ৭টায়

3 months ago 9

প্রতিবারের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার ৫টি জামায়ত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামায়াত সকাল ১০টায়, পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে সম্পন্ন হবে।

মঙ্গলবার (৩ জুন) ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আগামী ৭ জুন শনিবার বাংলাদেশ ঈদুল আজহা উদযাপিত হবে। এদিন মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে পশু কোরবানি দেওয়া হয়। যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন ও সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা।

সৌদি আরবে মঙ্গলবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ৬ জুন সেই দেশে কোরবানির ঈদ উদযাপন হবে, তার আগের দিন ৫ জুন হবে হজ।

এমওএস/এমআইএইচএস/এমএস

Read Entire Article