বায়ার্নের গোল উৎসব, পিএসজির দাপট

2 weeks ago 16

শাখতার দোনেৎস্ক মনে হয় প্রথমে বুঝে উঠতে পারেনি কোন দলের মোকাবেলা করতে এসেছে। না হয় ভিমরুলের চাকে নিশ্চয়ই আগে ঢিল ছুড়তো না তারা। কিন্তু যা করার তা তো করেই ফেলেছে। যার জন্য কঠিন শাস্তিও পেতে হয়েছে দোনেৎস্ককে। বায়ার্ন মিউনিখের জালে এক গোল দিয়ে এরপর হজম করতে হয়েছে ৫ গোল। অর্থাৎ দোনেৎস্ককে ৫-১ গোলে হারিয়েছে উৎসবে মেতেছে বায়ার্ন।

মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ঘরের মাঠে ৫ মিনিটে গোল করে দোনেৎস্ক। স্বাগতিক দলটির হয়ে গোল করেন কেভিন। এতে ১-০ তে পিছিয়ে পড়ে সফরকারী বায়ার্ন।

৬ মিনিট পরই কানরাড লাইমারের গোলে ১-১ সমতায় ফেরে। সমতায় প্রথমার্ধ শেষ করা বোধহয় বায়ার্নের নামে সঙ্গে মানানসই নয়। সে কারণেই প্রথমার্ধের শেষ মিনিটে (৪৫ মিনিটে) আরও একটি গোল করে ব্যবধান ২-১ করে নেয় বায়ার্ন। গোল করেন টমাস মুলার।

দ্বিতীয়ার্ধে বায়ার্নের হয়ে জোড়া গোল করেন মাইকেল অলিসি। প্রথমটি ৭০ মিনিটে পেনাল্টিতে; দ্বিতীয়টি ৯৩ মিনিটে। তার আগে ৮৭ মিনিটে আরও একটি গোল করেন বায়ার্ন মিডফিল্ডার জামাল মুসিয়ালা। এতে ৫-১ গোলে জয় পায় জার্মান বুন্দেসলিগার ক্লাবটি।

টানা তিন জয়ে টেবিলের অষ্টম স্থানে উঠে গেছে বায়ার্ন। ৬ ম্যাচে ভিনসেন্ট কোম্পানির দলের পয়েন্ট ১২। প্রথম রাউন্ডের সেরা ৮ দল সরাসরি শেষ ষোলোতে খেলবে। যে কারণে বাকি দুই ম্যাচ শেষেও যদি এই স্থান ধরে রাখতে পারে বায়ার্ন, সেক্ষেত্রে তাদেরকে প্লে-অফ খেলার ঝুঁকি নিতে হবে না।

সাল্জবুর্গ ০-৩ পিএসজি

রাতের অন্য এক ম্যাচে অস্ট্রিয়ার ক্লাব সাল্জবুর্গকে ৩-০ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ফ্রান্সের ক্লাবটির হয়ে গোল করেন গঞ্জেলো রামোস ৩০ মিনিটে, নুনো মেন্ডিস ৭২ মিনিটে ও দেশায়ার দুয়ে ৮৫ মিনিটে।

চ্যাম্পিয়ন্স লিগে শুরু ভালো হয়নি পিএসজির। বুধবারের জয়ে প্লে-অফের সর্বশেষ জায়গা পেয়েছে লুইস এনরিকের দল। ৩৬ দলের প্রতিযোগিতায় শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে অন্তত ২৪তম স্থানে থাকতে হবে পিএসজিকে। বর্তমানে ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ২৪তম স্থানে আছে তারা।

এমএইচ/এএসএম

Read Entire Article