বায়ুদূষণ রোধে বিয়ের অনুষ্ঠান বন্ধের প্রস্তাব

2 months ago 36
বায়ুদূষণে নাকাল পাকিস্তান। দেশটির অন্যতম শহর লাহোর বায়ুদূষণে শীর্ষ অবস্থানে রয়েছে। দূষণ কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েও পরিস্থিতি সামাল দিতে পারছে না দেশটি। এবার বায়ুদূষণ রোধে বিয়ের অনুষ্ঠান বন্ধের প্রস্তাব দিয়েছে তারা।  পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, বায়ুদূষণ রোধে সরকারি অফিসগুলোকে অর্ধেক অনলাইনে পরিচালনাসহ ভারি যানবাহন নিষিদ্ধ করেছে পাকিস্তান। এরপর এবার পাঞ্জাবের অ্যাডভোকেট জেনারেল (এজিপি) নতুন প্রস্তাব এনেছেন। তিনি বায়ুদূষণ রোধে বিয়ের অনুষ্ঠান বন্ধের প্রস্তাব করেছেন।  বায়ুদূষণ কমাতে নতুন রূপরেখা দিয়ে লাহোর হাইকোর্টকে তিনি বলেন, সরকার বায়ুদূষণরোধে সম্পর্কিত একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করেছে। আগামী বছর লোকেদের অক্টোবরে বিয়ে করতে বলা হবে। তাদের নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারিতে বিয়ে এড়িয়ে চলতে বলা হবে। বিয়ের অনুষ্ঠানের আতশবাজির ফলে বায়ুদূষণ হয় বলেও দাবি করেন তিনি।  এর আগে বায়ুদূষণ রোধে কয়েকটি নির্দেশনা জারি করে ভারতের কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (সিএকিউএম)। এগুলো হলো অপ্রয়োজনীয় নির্মাণ ও ভাঙার কার্যক্রম বন্ধ ঘোষণা। এ ছাড়া দিল্লি, গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদ এবং নয়ডাসহ কিছু এলাকায় বিএস-থ্রি পেট্রোল ও বিএস ফোর ডিজেলচালিত চার চাকার গাড়ি বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কেবল জরুরি প্রয়োজনে ডিজেলচালিত জেনারেটরের ব্যবহার করা। এ ছাড়া নির্দেশিত মাত্রার নিচে থাকা জ্বালানিচালিত শিল্পকারখানাও বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ধুলাবালির উড়াউড়ি রোধে সড়ক পরিষ্কার ও পানি ছিটানো এবং গণপরিবহন পরিষেবা বৃদ্ধি করা এবং অফ-পিক ভ্রমণে উদ্বুদ্ধ করার কথা বলা হয়েছে।
Read Entire Article