বায়ুদূষণে নাকাল দিল্লি, বদলে যাচ্ছে অফিসের সময়
পর পর চার দিন। দিল্লির বায়ুদূষণ বেড়েই চলেছে। দূষণদাপটে শ্বাসরুদ্ধ হয়ে উঠছে ভারতের রাজধানী। শনিবারেও বাতাসের গুণগত মান (একিউআই) রয়েছে চারশোর উপরে। তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে ধোঁয়াশার দাপটও। ফলে প্রতি দিনই দৃশ্যমানতা নেমে যাচ্ছে। সড়ক এবং বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে। শনিবারও ঘন ধোঁয়াশার চাদরে মোড়া দিল্লির বিস্তীর্ণ অঞ্চল। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ডের তথ্য বলছে, দিল্লির বাতাসের গুণগত মান ৪০৬। যা অত্যন্ত খারাপ পর্যায়ের মধ্যে পড়ে। দূষণের দাপটে বাড়ছে কাশি, চোখজ্বালা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গও। কোন এলাকায় কী পরিস্থিতি ড্রোনের মাধ্যমে তা নজরদারি চালানো হচ্ছে। দিল্লির