বিউটিফুল বাংলাদেশ রান ২৫ এপ্রিল, যুক্ত হলো ইউএস-বাংলা 

1 day ago 5

আগামী ২৫ এপ্রিল রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিউটিফুল বাংলাদেশ রান। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত এই রান উৎসবমুখর করতে যুক্ত হয়েছে দেশের শীর্ষ বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার মো. কামরুল ইসলাম জানান, রানে পুরুষ, নারী ও ফান ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রত্যেককে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে প্রদান করা হবে যথাক্রমে ঢাকা-মালদ্বীপ-ঢাকা, ঢাকা-ব্যাংকক-ঢাকা ও ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে তিনজনকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে ঢাকা-মালদ্বীপ-ঢাকা, ঢাকা-ব্যাংকক-ঢাকা ও ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট প্রদান করা হবে।

আরও পড়ুন

কামরুল ইসলাম আরও জানান, দেশের পর্যটন শিল্পের বিকাশে যে কোনো ভালো উদ্যোগে ইউএস-বাংলা পাশে থাকার চেষ্টা করে। এরই অংশ হিসেবে বিউটিফুল বাংলাদেশ রানে যুক্ত হওয়া।

দেশের পর্যটন শিল্পের বিকাশ ও এই শিল্প সংশ্লিষ্ট সবাইকে এক ছাদের নিচে নিয়ে আসার লক্ষেই এ রান আয়োজন বলে জানান বিউটিফুল বাংলাদেশ রানের চিফ কো-অর্ডিনেটর শফিউল্লাহ সুমন। তিনি জানান, দুটি ক্যাটাগরিতে এ রান অনুষ্ঠিত হবে। একটি সাড়ে সাত কিলোমিটার, অপরটি দুই কিলোমিটার ফান রান। নারী, পুরুষ ও পাঁচ বছরের বেশি বয়সী সবাই রেজিস্ট্রেশনের মাধ্যমে এই রানে অংশ নিতে পারছেন।

হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে ভোর ৬টায় শুরু হয়ে ৯০ মিনিটের এই রান শেষ হবে হাতিরঝিল এম্ফিথিয়েটারে। পরে বিজয়ী ও রান সম্পন্নকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। @Beautiful Bangladesh Run 2025 এ ভিজিট করে বিউটিফুল বাংলাদেশ রানের বিস্তারিত জানা যাবে।

এমএমএ/ইএ

Read Entire Article