গাইবান্ধা জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগ নেতা শহিদুল্লাহেল কবির ফারুকে (৫০) গ্রেফতার করছে পুলিশ। তিনি সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ফুলবাড়ী গ্রামের মৃত নওশা সরকারের (নওশা বিডিআর) ছেলে।
পুলিশ জানায়, ১৯ জুলাই জেলা বিএনপির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। ২৬ অগাস্ট যুবদল নেতা রফিক বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি মামলা করেন। সেই মামলায় শহিদুল্লাহেল কবির ফারুক এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার আওয়ামী লীগ নেতা থানায় আছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।
এ এইচ শামীম/জেডএইচ/জিকেএস