ফেনীতে যুবদল নেতা ইঞ্জিনিয়ার এনায়েত উল্লাহ সোহেল হত্যাচেষ্টা মামলায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ মো. সিরাজুদ্দৌলা কুতুবী তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে পাঠানো নেতারা হলেন— জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুর রহমান রতন, দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল হাসেম বাহাদুর এবং জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি জামশেদুর রহমান ফটিক।
ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম তিন নেতাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দাগনভূঞায় বিএনপির বিজয় র্যালিতে বহিষ্কৃত ছাত্রদল নেতা ফটিকের নেতৃত্বে একদল লোক অতর্কিত হামলা চালায়। এতে বিএনপি নেতাকর্মীদের মোবাইল ছিনিয়ে নেওয়া ও মারধরের ঘটনা ঘটে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপে উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগম, ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজীব, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক, যুবদল নেতা ইঞ্জিনিয়ার এনায়েত উল্লাহ সোহেল ও সরোয়ারসহ ১০-১২ জন নেতাকর্মী আহত হন।
এর মধ্যে যুবদল নেতা এনায়েত উল্লাহ সোহেল গুরুতর আহত হন। তার মুখমণ্ডলের চোয়ালের হাড় ভেঙে যায় এবং ডান চোখ আংশিক নষ্ট হয়। তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন।
পরে আহত এনায়েত উল্লাহ সোহেল বাদী হয়ে চারজনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় আদালত চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে তারা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নেন। পরে দাগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিপলুর জামিন মঞ্জুর করা হলেও বাকি তিনজনকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

2 hours ago
2









English (US) ·