বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

4 hours ago 6

পাবনার ঈশ্বরদীতে শামীম মহলদার (৫০) নামে বিএনপির এক কর্মীকে মারধর, বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতাদের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর মহলদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত শামীম মহলদার ওই গ্রামের মৃত সবুর মহলদারের ছেলে এবং বিএনপি কর্মী।

আহত শামীম মহলদারের স্ত্রী দিনা বেগম বলেন, ঘটনার দিন দুপুরে জামায়াতের দুজন নারী কর্মী আমাদের বাড়িতে এসে ভোটার আইডি কার্ডের ফটোকপি চায়। আমরা দিতে অস্বীকৃতি জানালে তারা অশালীন মন্তব্য করে। আমার স্বামী কারণ জানতে চাইলে তারা দ্রুত চলে যায়। কিছুক্ষণ পর জামায়াতের সাবেক সভাপতি সানাউল্লাহ, সদস্য সেন্টু ফকির, কর্মী জিয়াসহ ২০-২৫ জন লোক আমাদের বাড়িতে হামলা চালায়। তারা ভাঙচুর ও লুটপাট করে এবং আমার স্বামীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। লাঠির আঘাতে তার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঘটনার পর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা আহত শামীমের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন। উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ রতন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদু, তাঁতি দলের সভাপতি নাফিজ আহম্মেদ আরিফসহ অন্য নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পলাশ ফকির বলেন, আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বিএনপি কর্মীরা এর কঠিন জবাব দেবে। 
তিনি জানান, এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করেও অভিযুক্ত জামায়াত নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ডা. নুরুজ্জামান প্রামাণিক কালবেলাকে বলেন, ‘শুনেছি আমাদের নারী কর্মীরা জনসংযোগে গেলে শামীম মহলদার তাদের সঙ্গে অশালীন আচরণ করেন। স্থানীয়রা এ কারণেই তাকে মারধর করেছে। আমি বাইরে আছি, এর বেশি কিছু জানি না।’

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর কালবেলাকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Read Entire Article