বিএনপি ক্ষমতায় এলে মহাসড়কে টোলমুক্ত থাকবে অ্যাম্বুলেন্স : এস এম জাহাঙ্গীর 

3 hours ago 7

গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক হাসপাতালে পৌঁছে দেওয়ার মানবিক অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা-১৮ আসনের জনসাধারণের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) উত্তরা আধুনিক মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।

আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে সব অ্যাম্বুলেন্সকে টোল ফ্রি করে দেবে এমন ঘোষণা দিয়ে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, যে কোনো দুর্যোগ বা দুর্ঘটনায় আমাদের প্রথম প্রয়োজন হয় অ্যাম্বুলেন্স। দ্রুততম সময়ে অ্যাম্বুলেন্স সার্ভিস পেলে অনেক মুমূর্ষু রোগী প্রাণে বেঁচে যায়। আমরা দেখেছি, জুলাই অভ্যুত্থান ও মাইলস্টোন বিমান দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্স মালিক ও চালকরা কীভাবে মানবতার পাশে দাঁড়িয়েছেন। অথচ তাদের অবদানকে আমরা খুব কমই স্বীকার করি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের রাষ্ট্রীয় সুবিধার আওতায় আনা হবে।

অনুষ্ঠানে মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দূর্ঘটনার নিহত-আহত পরিবারের পক্ষে বক্তব্য দেন শহীদ তাসনিয়া হকের পিতা নাজমুল হক ও শহীদ আরিয়ান আশরাফ নাফির পিতা আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে বৃহত্তর উত্তরা এলাকার শতাধিক অ্যাম্বুলেন্স মালিক ও চালক উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আব্দুস সালাম সরকার, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

Read Entire Article