বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, জানালেন তারেক রহমান

1 week ago 8

জনগণের ভোটে নির্বাচিত হলে আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠন না করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কোনো সরকারই যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে সে কারণে এক ব্যক্তি দুবারের বেশি যেন প্রধানমন্ত্রী না হতে পারেন, সংবিধানে তা সংযোজন করা হবে।

এছাড়া ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি। বলেন, সংস্কার শুধু কাগজে নয়, মানুষ তার ভাগ্যের পরিবর্তন চায়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর হোটেল লেকশোরে ‘৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা এমন দেশ গড়তে চাই, যেখানে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না। আগামীতে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচার হয়ে উঠতে পারবেন না।

তারেক-রহমান, বিএনপি, নির্বাচন, গণতন্ত্র, সংবিধান, সংসদ, গণমাধ্যম, আন্দোলনবিএনপি ক্ষমতায় গেলে কী করবে, জানালেন তারেক রহমান

তিনি বলেন, ক্ষমতার পরিবর্তন মানে এক দল থেকে অন্য দলের কাছে ক্ষমতা হস্তান্তর নয়। তাই প্রধানমন্ত্রীর সমালোচনার জন্যও যেন কাউকে হেনস্তা না করা হয় সে বিষয়ে নিশ্চয়তা দেওয়া হবে। গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা রক্ষার নিশ্চয়তা দেওয়া হবে।

তারেক রহমান বলেন, আমরা সবাই একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ চাই, যেখানে জনগণের অধিকার ও স্বাধীনতা কেউ কেড়ে নেবে না। সবাই একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ চাই, যেখানে গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে জনগণের মালিকানা ও অংশীদারত্ব।

ছাত্র-জনতার অভ্যুত্থানে দেড় হাজার মানুষকে হত্যা করলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে কোনো অনুশোচনা বা অনুতাপ নেই বলে মন্তব্য করেন তিনি।

৩১ দফা সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, বেতার ভাতা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ইউনিয়ন পরিষদ পর্যায়েও সেল সেন্টার নির্মাণ করা হবে। কৃষিকে ইন্ডাস্ট্রি করার জন্য পরিকল্পনা নেওয়া হবে, উন্নয়নের নামে দুর্নীতি বন্ধ করা হবে। ঐতিহাসিক খাল খনন কর্মসূচি নেওয়া হবে, ব্লু ইকোনমি নিয়ে বিশদ কাজ করা হবে। সব নাগরিকের জন্য আবাসিক সুবিধা নিশ্চিত করা হবে।

তারেক-রহমান, বিএনপি, নির্বাচন, গণতন্ত্র, সংবিধান, সংসদ, গণমাধ্যম, আন্দোলনবিএনপি ক্ষমতায় গেলে কী করবে, জানালেন তারেক রহমান

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নিয়েছে, সেখানে বিএনপি ঘোষিত ৩১ দফার সঙ্গে অনেকটাই মিল রয়েছে।

আরও পড়ুন

বিএনপির মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সঞ্চালনায় এবং মির্জা ফখরুলের সভাপতিত্বে সেমিনারে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে অন্যান্য রাজনৈতিক দলের নেতা এবং ৩৮ দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

কেএইচ/এমকেআর/জেআইএম

Read Entire Article