বিএনপি ক্ষমতায় গেলে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে : দিপু ভুঁইয়া
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-১ আসনের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতায় গেলে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যাত্রামুড়া এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দিপু ভুঁইয়া বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সবার ভোটাধিকার নিশ্চিত করবেন। সার্বিক উন্নয়ন হবে। মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ আরও অনেকে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-১ আসনের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতায় গেলে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যাত্রামুড়া এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দিপু ভুঁইয়া বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সবার ভোটাধিকার নিশ্চিত করবেন। সার্বিক উন্নয়ন হবে। মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ আরও অনেকে।
What's Your Reaction?