বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন সরকারের কন্যার পরলোকগমন

22 hours ago 5

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারের একমাত্র মেয়ে শ্রাবণী সরকার রিতু পরলোকগমন করেছেন (ওঁ দিব্যান্ লোকান্ সা গচ্ছতু)। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) হৃদরোগে আক্রান্ত হলে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৪০ বছর। রাতে ময়মনসিংহের হালুয়াঘাটের স্থানীয় শ্মশানে রিতুর শেষকৃত্য সম্পন্ন হবে।

শ্রাবণী সরকার রিতুর পরলোকগমনে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে এক শোকবার্তায় তিনি বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে শ্রাবণী সরকার রিতুর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। সন্তান হারানোর বেদনা যে কত মর্মান্তিক, তা ভুক্তভোগী পিতা-মাতাই জানেন। তার পিতা-মাতা ধৈর্য ধারণের শক্তি পাবে, আমি এটাই কামনা করি। আমি শ্রাবণী সরকার রিতুর আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি সমবেদনা। এ ছাড়া শোক জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এদিকে শ্রাবণী সরকার রিতুর পরলোকগমনে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল। পৃথক শোকবার্তায় তারা রিতুর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শোক জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে। 

Read Entire Article