বিএনপি-জামায়াতপন্থি প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

5 hours ago 2

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থি প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। এতে অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার (বিএনপি) ও অ্যাডভোকেট রফিকুল ইসলাম সেলিম (জামায়াত) সমর্থিত প্যানেলের ১৭ জন বিজয়ী হন।

বুধবার (২২ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১৭টি পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিএনপি-জামায়াতপন্থি একক প্যানেলকে জয়ী ঘোষণা করা হয়। তবে অভিযোগ উঠেছে, বাধা প্রদান ও ভয়ভীতি প্রদর্শন করায় আওয়ামীপন্থি আইনজীবীরা এই নির্বাচনে অংশ নেননি।

এদিকে এই অভিযোগ অস্বীকার করে নবনির্বাচিত সভাপতি শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার জাগো নিউজকে বলেন, ৩১ ডিসেম্বর আইনজীবী সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সেই তফসিল অনুযায়ী ৩০ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ১৬ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১৭টি পদের বিপরীতে তিনটি ছাড়া বাকি ১৪টি পদে একটি করে মনোনয়নপত্র দাখিল হয়। ২২ জানুয়ারি ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

এরমধ্য সভাপতি পদে অ্যাড. কামরুজ্জামান কামাল (জাপা), সাধারণ সম্পাদক পদে অ্যাড. আব্দুল হামিদ (বিএনপি) ও অ্যাড. আমিনুল ইসলাম (আ’লীগ) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. মুজাহিদ বিন রহমান মিঠুন (জাপা) মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

এ অবস্থায় ১৭টি পদে সবাই একক প্রার্থী হওয়ায় অ্যাড. শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার (বিএনপি) ও অ্যাড. রফিকুল ইসলাম সেলিম (জামায়াত) সমর্থিত প্যানেলকে জয়ী ঘোষণা করা হয়।

এম এ মালেক/জেডএইচ/জিকেএস

Read Entire Article