‘বিএনপি-জামায়াতের মতো এত ক্ষতিগ্রস্ত কেউ হয়নি’

5 days ago 9

আওয়ামী ফ্যাসিবাদকে বিদায় করতে গিয়ে বিএনপি-জামায়াতে ইসলামীর মতো এত ক্ষতিগ্রস্ত কেউ হয়নি বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

শনিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
 
তিনি বলেন, গণআন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। এই আন্দোলন কেবল ছত্রিশ দিনের নয়, এ আন্দোলন ১৭ বছরের। এই দীর্ঘ সময় ধরে আন্দোলন করতে গিয়ে বিএনপি-জামায়াতের অসংখ্য নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে। গুম-খুন, মামলা-হামলা, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে। সমমনা অন্য দলগুলোও কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

১২ দলীয় জোটের এই শীর্ষ নেতা বলেন, গণআন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার এ দেশীয় দোসররা এখনো প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। দেশকে অস্থিতিশীল করতে তারা নানা ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত। 
তিনি আরও বলেন, এসব ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত রাজনৈতিক সরকারের বিকল্প নেই। তা ছাড়া গত ১৭ বছর ধরে ভোটাধিকার বঞ্চিত জনগণও এখন ভোট দিতে উন্মুখ। তাই অন্তর্বর্তী সরকারকে বলব, কোনো টালবাহানা না করে অতি তাড়াতাড়ি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। নির্বাচন যত বিলম্ব হবে, সংকট তত বাড়বে।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। এতে আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আরিফা সুলতানা রুমা, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ প্রমুখ।

Read Entire Article