বিএনপি থেকে সুখবর পেলেন আরও ১০ নেতা
খুলনা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের বহিষ্কৃত ১০ নেতার বহিষ্কারাদেশ অবশেষে প্রত্যাহার করেছে দল। গতকাল বুধবার (২৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠন-বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে বহিষ্কৃত খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মো. মহাবুব কায়সার, যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান পিয়ারু, সদর থানা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক মাজেদা খাতুন, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক শেখ মসফিকুর হাসান অভি এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেনসহ সরকারি সুন্দরবন আদর্শ কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সালাউদ্দিন নান্নুকে বহিষ্কার করা হয়েছিল। এছাড়া খুলনা জেলার দাকোপ উপজেলার চালনা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাফ্ফর হোসেন শেখ, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমডি খায়রুল ইসলাম খান জনি এবং কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ আব্দুর রশিদও দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের আদেশে ছিলেন।
খুলনা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের বহিষ্কৃত ১০ নেতার বহিষ্কারাদেশ অবশেষে প্রত্যাহার করেছে দল। গতকাল বুধবার (২৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠন-বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে বহিষ্কৃত খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মো. মহাবুব কায়সার, যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান পিয়ারু, সদর থানা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক মাজেদা খাতুন, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক শেখ মসফিকুর হাসান অভি এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেনসহ সরকারি সুন্দরবন আদর্শ কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সালাউদ্দিন নান্নুকে বহিষ্কার করা হয়েছিল।
এছাড়া খুলনা জেলার দাকোপ উপজেলার চালনা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাফ্ফর হোসেন শেখ, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমডি খায়রুল ইসলাম খান জনি এবং কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ আব্দুর রশিদও দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের আদেশে ছিলেন।
তাদের আবেদন পর্যালোচনার ভিত্তিতে এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক বুধবার আনুষ্ঠানিকভাবে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
What's Your Reaction?