বিএনপি নেতা ওয়াহিদুজ্জামানকে হুমকি

3 months ago 11

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক একেএম ওয়াহিদুজ্জামানকে (এপোলো) হুমকি দেওয়া হয়েছে। 

বুধবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি হুমকির বিষয়টি প্রকাশ করেছেন। তবে কে এবং কী হুমকি দিয়েছে তা বিস্তারিত উল্লেখ করেননি।

ওয়াহিদুজ্জামান ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘হুমকি দিয়েন না। দেশে আমার কোনো কিছু প্রাপ্তির স্বার্থ নাই (যেটা আপনাদের আছে)। তাই আমার ন্যূনতম ক্ষতি করার কোনো সামর্থ্যও আপনাদের নাই। মনে রাখবেন : আপনাদের আগের সরকারের আমলে যারা আমাদের এমন হুমকি-ধামকি দিয়েছে, তাদের কেউ এখন পলাতক আর বাকিরা হেলমেট পরে হাঁটে।’

তিনি আরও লিখেছেন, ‘দীর্ঘ ১৭ বছর হাসিনা উচ্ছেদ আন্দোলনের শেষ পর্যায়ে আপনাদের কেউ কেউ আমাদের সাথে যোগ দিয়েছিলেন, সেই সহযোদ্ধা হিসেবে সম্মান করে উপরের সতর্কবার্তাটা দিলাম। ভুলে যাবেন না, আমরা হাসিনার আমলে আপনাদের চেয়ে বেশি সময় আন্দোলন করেছি এবং আপনাদের চেয়ে বেশি অত্যাচারিত হয়েছি। আমাদের ত্যাগ এবং অনির্বাচিতভাবে ক্ষমতায় না বসার দৃঢ় অঙ্গীকারের কারণেই আজ সামান্য অবদান বা কোনো অবদান না রেখেই আপনারা ক্ষমতায় বসেছেন।’

Read Entire Article