বিএনপি নেতা খুনে গ্রেপ্তার ৪, পুলিশের সংবাদ সম্মেলন 

22 hours ago 7

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন (৬০) হত্যাকাণ্ডে চারজনকে গ্রেপ্তার করে পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে।

বুধবার (০২ এপ্রিল) দুপুরে ভোলা মডেল থানায় এ প্রেস ব্রিফিং করা হয়।

ভোলা সদর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার প্রেস ব্রিফিংয়ে জানান, গত ১ এপ্রিল সকাল সাড়ে ১১টায় ভোলা মডেল থানাধীন ভেলুমিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুঞ্জপট্টি সাকিনে স্থানীয় আলমের বাড়ির সামনের রাস্তায় ওপর পারিবারিক জমির বিরোধকে কেন্দ্র করে বিএনপি নেতা জামাল উদ্দিনকে (৫৫) মারধর করে মারাত্মক জখম করে। 

পরে তাকে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ওই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই ঘটনার পরপরই ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি ও ভেলুমিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে মো. রিয়াদ হোসেন (১৯), মো. সাকিল (২১), মো. আবু সাঈদ খন্দকার (৩৫) ও মো. শহিদুল ইসলামকে (৫৬) গ্রেপ্তার করে। 

অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানান তিনি। 

তিনি আরও জানান, এ হত্যাসংক্রান্ত বিষয়ে আজ বুধবার (২ এপ্রিল) নিহত জামাল উদ্দিনের ছেলে টিটন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা রুজু করেন।

এদিকে, গ্রেপ্তারকৃত আবু সাঈদের চাচাত ভাই মো. ইলিয়াছ জানান, সাঈদ ঢাকা টঙ্গী চেরাগ আলী মার্কেটের একজন ব্যবসায়ী। তিনি ঈদে দেশে এসে তার শশুর বাড়িতে ছিল। ঘটনার রাতে সে শশুর বাড়ি থেকে বাড়ি ঢোকার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত অপর আসামি সাকিলের স্ত্রী রাবেয়া আক্তার জানায়, তার স্বামী চট্টগ্রামে একটি গার্মেন্টসে চাকরি করে।

Read Entire Article