সদ্য বাইপাস সার্জারি হওয়া বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. ফোরকানী আলমের স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে তারেক রহমানের পক্ষ থেকে ফোরকানী আলমকে দেখতে রাজধানীর মিরপুরে তার বাসায় যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চোয়ারম্যানের পক্ষ থেকে ফোরকানীর স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় স্বাস্থ্যের খোঁজ নেওয়া এবং আর্থিক সহায়তা প্রদান করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফোরকানী আলম।
রুহুল কবির রিজভীর সঙ্গে এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল আলম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডা. মনোয়ারুল কাদির বিটু, বিএনপি নেতা জাকির হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অন্যরা উপস্থিত ছিলেন।