‎বিএনপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে এক বিএনপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম নুরুল ইসলাম প্রকাশের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এই ব্যাপারে কিছুই জানে না তার পরিবার। তবে ককটেল বিস্ফোরণে ভবনের জানালার গ্লাস ভাঙলেও কেউ হতাহত হয়নি। কিন্তু আতঙ্কে আছে তার পরিবার। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে তিনটার দিকে মুখোশধারী ছয়জনের একটি গ্রুপ উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার বাড়িতে এই হামলার ঘটনাটি ঘটায়। মরহুম নুরুল ইসলামের ছোট ভাই ও ওয়ার্ড বিএনপির সেক্রেটারি নুর আলম বলেন, বেশ কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার ভাইয়ের পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। ককটেলের আঘাতে পুরো এলাকা কেঁপে ওঠে। আর বিএনপি নেতার ছেলে আবু সুফিয়ান শিবলু বলেন, মুখোশপরা ৬ জন একত্রে এসে চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। দুই পেট্রোলবোমা রেখে চলে যায়। তবে কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে জীবন হুমকির ভয়ে তা জানাতে অস্বীকৃতি জানান তিনি।  তিনি বলেন, বর্তমানে তার মা ও পরিবার আতঙ্কের কারণে ঘরে থাকতে চাচ্ছেন না। ‎সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও

‎বিএনপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে এক বিএনপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম নুরুল ইসলাম প্রকাশের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এই ব্যাপারে কিছুই জানে না তার পরিবার। তবে ককটেল বিস্ফোরণে ভবনের জানালার গ্লাস ভাঙলেও কেউ হতাহত হয়নি। কিন্তু আতঙ্কে আছে তার পরিবার।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে তিনটার দিকে মুখোশধারী ছয়জনের একটি গ্রুপ উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার বাড়িতে এই হামলার ঘটনাটি ঘটায়।

মরহুম নুরুল ইসলামের ছোট ভাই ও ওয়ার্ড বিএনপির সেক্রেটারি নুর আলম বলেন, বেশ কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার ভাইয়ের পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। ককটেলের আঘাতে পুরো এলাকা কেঁপে ওঠে।

আর বিএনপি নেতার ছেলে আবু সুফিয়ান শিবলু বলেন, মুখোশপরা ৬ জন একত্রে এসে চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। দুই পেট্রোলবোমা রেখে চলে যায়। তবে কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে জীবন হুমকির ভয়ে তা জানাতে অস্বীকৃতি জানান তিনি। 

তিনি বলেন, বর্তমানে তার মা ও পরিবার আতঙ্কের কারণে ঘরে থাকতে চাচ্ছেন না।

‎সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে দুটি অবিস্ফোরিত ককটেল ও দুটি ছোট কাচের বোতল উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। এগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow