বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের ফেসবুক স্ট্যাটাস

3 weeks ago 15

বিএনপিকে ইঙ্গিত করে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তোলা ছবি দিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে নাসীরুদ্দীন পাটওয়ারী পোস্টটি লেখেন।

পোস্টে তিনি লেখেন, ‘আমরা কারা? আমরা তাহারা, যাহারা বেগম জিয়াকে মুক্ত করে দিয়েছি।’

কালবেলা পাঠকের জন্য নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্টটি তুলে ধরা হলো:

‘আমরা কারা?  
আমরা তাহারা, যাহারা বেগম জিয়াকে মুক্ত করে দিয়েছি।  
তোমরা কারা?  
তোমরা সেই, যাহারা দৃঢ় ইস্পাতের ন্যায় বাংলাদেশের মেরুদণ্ডকে **জিয়া জিয়া** বলে জেলখানায় দিয়ে এসেছিলে।  
**আমরা আওয়ামী লীগের কোনো পুনর্বাসন চাই না। আমরা চাঁদাবাজ, টেন্ডারবাজদেরও কোনো পুনর্বাসন চাই না।**’

এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দেশের বেসরকারি টিভি চ্যানেল সময়ে ‘বিচারের আগে নির্বাচন নয়?’ শীর্ষক শিরোনামে একটি টকশোর আয়োজন করা হয়। যে অনুষ্ঠানের অতিথি হিসেবে ছিলেন বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে মির্জা ফখরুল ইসমাল আলমগীরের এক চিঠি নিয়ে তর্কে জড়িয়ে যান তারা। একপর্যায়ে বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন নাসীরুদ্দীন পাটওয়ারী উদ্দেশে প্রশ্ন করে বলেন, আরে আপনারা কারা? জবাবে জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা কারা এটি সময় হলে উত্তর দেব। 

ধারণা করা হচ্ছে বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনের প্রশ্ন ছিল ‘আপনারা কারা?’ উত্তরে তিনি এ পোস্টটি করেন।

Read Entire Article