বিএনপিকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : সেলিম ভুঁইয়া
বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, আগামী নির্বাচন নিয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। তবে তাদের কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। দেশবাসী এখন তাদের বিরুদ্ধে সোচ্চার। এ অবস্থায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য কাজ করতে হবে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার চান্দিনায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সেলিম ভুঁইয়া বলেন, যুবকদের নিয়ে, তারুণ্যের ভাবনা নিয়ে আমরা নতুন বাংলাদেশ বির্নিমাণের স্বপ্ন দেখি। সেই লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ২৩নং দফায় যুবকদের কর্মসংস্থানের কথা বলেছেন, বেকার সমস্যা দূর করার কথা বলেছেন। বিএনপিকে ক্ষমতায় আনার জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করুন।
সেলিম ভুঁইয়া বলেন, যুবকদের কর্মসংস্থানের বিষয়টি আমরা ৩১ দফায় ধারণ করেছি এবং সারাদেশের আমরা তরুণ-যুবকদের রাজনৈতিক ভাবনাকে আহরণ করার জন্য আমরা সারাদেশ সফর করেছি। তাদের রাজনৈতিক ভাবনা গ্রহণ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কীভাবে সেটা বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আমরা কর্মসূচি প্রণয়ন করছি।
সেলিম ভুঁইয়া বলেন, ইনশাআল্লাহ একটি তারুণ্য নির্ভর বাংলাদেশ হবে, যুবকদের কর্মসংস্থান নির্ভর বাংলাদেশ হবে। যুবক ও তারুণ্যের চিন্তা-চেতনানির্ভর, প্রযুক্তিনির্ভর, মেধানির্ভর বাংলাদেশ বিনির্মাণ হবে। যে স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিলেন, যে স্বপ্ন জুলাই-গণঅভ্যুত্থানের শহীদরা দেখেছিলেন, সেই স্বপ্ন মুক্তিযুদ্ধের শহীদরা দেখেছিলেন। যুবক ও তরুণদের চিন্তা-ভাবনাকে ধারণ করেই আমরা সামনের দিকে এগিয়ে যাব।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে একটি র্যালি হাইওয়ে পরিদর্শন করে। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সি, মহিউদ্দিন, মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

3 hours ago
5









English (US) ·