বিএনপিতে কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীর স্থান হবে না বলে মন্তব্য করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আমরা এর প্রতিফলন চাই।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে নোয়াখালী সেনবাগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কাজী মফিজুর রহমান বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর ৪৩ বছর পরও তার বিরুদ্ধে কেউ অনিয়মের অভিযোগ তুলতে পারেনি। বাবার সেই আদর্শেই বিএনপির রাজনীতিতে হাল ধরেছেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান। আমরা সেই নেতার আদর্শের সৈনিক।
৫ আগস্ট পরিবর্তনের পর আমাদের কিছু নেতা অনিয়মে জড়িয়ে পড়েছেন উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, এখনো সময় আছে সতর্ক হয়ে যান। এরই মধ্যে সন্ত্রাসী-চাঁদাবাজদের চিহ্নিত করে দল থেকে বহিস্কার করা হচ্ছে। তাদের মধ্যে অনেক বড় নেতাও রয়েছেন।
সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক ওবায়দুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহার, সেনবাগ পৌর বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিটন, সাবেক সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল প্রমুখ।
ইকবাল হোসেন মজনু/এমআইএইচএস