বগুড়ার শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লা দল থেকে অব্যাহতি পাওয়ার চার দিন পর বিএনপিতে যোগদান করেছেন।
বুধবার (২৯ অক্টোবর) রাত ৮টায় শিবগঞ্জ উপজেলার হাবিবপুর কলেজ মাঠে সৈয়দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মিসভায় তিনি তার অনুসারীদের নিয়ে বিএনপিতে যোগদান করেন।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সহসভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম জাপা নেতা মোত্তালের মোল্লাসহ অন্যদের দলে বরণ করে নেন।
এর আগে মীর শাহে আলমের পক্ষে ধানের শীষের প্রচারণা চালানোর কারণে ২৫ অক্টোবর উপজেলা জাতীয় পার্টির নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে মোত্তালেব মোল্লাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এরফান আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙের কারণে জেলা সভাপতির নির্দেশে নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে মোত্তালেব মোল্লাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে, যোগদান করা জাপা নেতা ও সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লা বলেন, বিএনপিকে ভালোবেসে এবং আমার বড় ভাই মাহমুদ হোসেন তৌফিকের নেতৃত্বে আগামী দিনে তারেক রহমানের কর্মী হিসেবে কাজ করতে চাই।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান। সাধারণ সম্পাদক কামরুজ্জামান তারার সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন তৌফিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস.এম. তাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মাহবুব আলম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, প্রবীণ বিএনপি নেতা মোস্তাফিজার রহমান রাজা, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান ও সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লা।
কর্মী সমাবেশে প্রধান অতিথি মীর শাহে আলম বলেন, ধানের শীষের প্রতি মানুষের ভালোবাসার শেকড় এই শিবগঞ্জের মাটির গভীরে। বৃষ্টিভেজা জনসমুদ্রই প্রমাণ করেছে শিবগঞ্জের মাটি ধানের শীষের দুর্গ।

 6 hours ago
                        7
                        6 hours ago
                        7
                    








 English (US)  ·
                        English (US)  ·