ভেদরগঞ্জে গণসংযোগে ব্যস্ত নুরুদ্দিন আহাম্মেদ অপু

6 hours ago 5

শরীয়তপুরের ভেদরগঞ্জে ব্যাপক গণসংযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জের আংশিক) আসনের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী তিনি ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর, রামভদ্রপুর, মহিষার ও ছয়গাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির নীতি ও আদর্শ তুলে ধরেন।

গণসংযোগে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে ভেদরগঞ্জ-গোসাইরহাটের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। আগামী নির্বাচনে বিএনপির পক্ষে জোয়ার তৈরি হবে ইনশাআল্লাহ।’

উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার বলেন, ‘অপু ভাইয়ের গণসংযোগে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। দল আরও সংগঠিত হচ্ছে।’

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শরীয়তপুর-৩ আসনে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

Read Entire Article