বিএনপির নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হলে ব্যবস্থা

2 days ago 9

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি সুশৃঙ্খল ও জনভিত্তিক একটি রাজনৈতিক দল। কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন কিংবা দলের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে দলের ভাবমূর্তি নষ্ট হতে দেওয়া যাবে না। এক ব্যক্তির অনৈতিক কাজকে পুরো দলের ওপর চাপিয়ে দেবেন না। সমালোচনা করুন, প্রশ্ন তুলুন কিন্তু ন্যায়বিচার করুন। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে। ভবিষ্যতেও কঠোর থাকবে।

তিনি বলেন, দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত চা শিল্প বর্তমানে চরম সংকটে। চা-শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় মালিকপক্ষ, সরকার ও শ্রমিক সংগঠনকে একযোগে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। রমজান মাসে চা-শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগও তুলে ধরেন তারা।

বিএনপির এ নেতা বলেন, রমজানে সিলেটের প্রতিটি উপজেলা-পৌরসভা ও ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের মাধ্যমে সাধারণ জনগণের সঙ্গে দলীয় নেতাকর্মীদের যোগাযোগ আরও গভীর হয়েছে। গণতন্ত্র, ন্যায়বিচার ও একটি নতুন আগামীর স্বপ্নে সাধারণ জনগণের যে প্রত্যাশা রয়েছে, তা আরও স্পষ্ট হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক (পিপি), শাহজামাল নুরুল হুদা, মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, সামিয়া বেগম চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি ডা. আশরাফ আলী, রহিম মল্লিক, মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন প্রমুখ।

আহমেদ জামিল/আরএইচ/এএসএম

Read Entire Article