জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত বিজয় র্যালিতে এক ভিন্নধর্মী ও নজরকাড়া আয়োজন নিয়ে হাজির হয়েছে দলটির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল। বুধবার (৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিষের গাড়িতে ধানের শীষ নিয়ে তাদের এই অংশগ্রহণ সবার মনোযোগ আকর্ষণ করে।
বেলা ১২টা থেকেই বিভিন্ন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে র্যালিতে যোগ দিতে শুরু করেন। এর মধ্যে কৃষকদলের মিছিলটি ছিল বিশেষভাবে আকর্ষণীয়। মিছিলের সামনে দুটি মহিষ দিয়ে সাজানো একটি গাড়ি সবার দৃষ্টি আকর্ষণ করে। গাড়িটিতে ছিল ধানের গাছ ও ধানের শীষ। এর পেছনে কলাগাছ লাগানো ছিল, যেখানে কাঁচকলা ধরে আছে। গাড়ির চালকের আসনে একজন কৃষক দলের কর্মী ঐতিহ্যবাহী মাথাল এবং সাদা গেঞ্জি পরে বসে ছিলেন।
নেতাকর্মীরা বলছেন, বিএনপি ও কৃষকদল এদেশের মাটির ও মানুষের দল। শহীদ জিয়াউর রহমানের রাজনীতির সবচেয়ে প্রায়োরিটির বিষয় ছিল বাংলাদেশের কৃষি। তিনি বাংলাদেশের কৃষির অসামান্য উন্নয়ন সাধন করেছিলেন। কৃষিতে তার এই অবদান জাতির সামনে তুলে ধরতেই মূলত আমাদের এই আয়োজন।
এর আগে গত ৪ আগস্ট এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজয় র্যালি কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বিজয় র্যালিতে ঢাকা মহানগরের অন্তর্ভুক্ত মুল দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নিতে অনুরোধ জানান। কর্মসূচির আনুষ্ঠানিকতা বিকেল ৩টায় শুরু হবে।
এমএইচএ/কেএইচকে/জিকেএস