বিএনপির রাজনীতি হবে জনগণের সেবা ও জবাবদিহিমূলক : রবিউল আলম

ঢাকা–১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, বিএনপির রাজনীতি হবে জনগণের সেবা ও জবাবদিহিমূলক। জনগণের ন্যায্য অধিকার হরণ কিংবা রাজনৈতিক চাপ প্রয়োগের কোনো সুযোগ বিএনপিতে থাকবে না। সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের তেঁতুল তলা মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে রবিউল আলম বলেন, আপনারাই রাষ্ট্রের মালিক, আমরা আপনাদের সেবক। নেতা আপনাদের কাছে যাবে, আপনারা যাকে সমর্থন দেবেন সেই নেতা হবে। বিএনপির নামে কেউ যদি অবৈধ সুবিধা নিতে চায় বা আপনাদের জীবন-জীবিকায় বাধা সৃষ্টি করে, তাহলে আমাকে জানাবেন। গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা–১০ আসনের গ্যাস সমস্যাটি শুধু এই এলাকার নয়, এটি পুরো ঢাকার সমস্যা। বিদ্যমান গ্যাস লাইনের সংস্কার ও অব্যাহত সরবরাহ নিশ্চিত করতে নির্বাচিত সরকার ছাড়া সমাধান সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে এ বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প নেওয়া হবে। রাজনীতিতে দুর্বৃত্তায়ন প্রসঙ্গে তিনি কঠোর অবস্থান তুলে ধরে বলেন, জনজীবনে আতঙ্ক সৃষ্টি করে বা আধিপত্য বিস্তার করে কেউ বিএনপির রাজনীতি করতে পারবে না। ভুল হলে সং

বিএনপির রাজনীতি হবে জনগণের সেবা ও জবাবদিহিমূলক : রবিউল আলম

ঢাকা–১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, বিএনপির রাজনীতি হবে জনগণের সেবা ও জবাবদিহিমূলক। জনগণের ন্যায্য অধিকার হরণ কিংবা রাজনৈতিক চাপ প্রয়োগের কোনো সুযোগ বিএনপিতে থাকবে না।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের তেঁতুল তলা মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে রবিউল আলম বলেন, আপনারাই রাষ্ট্রের মালিক, আমরা আপনাদের সেবক। নেতা আপনাদের কাছে যাবে, আপনারা যাকে সমর্থন দেবেন সেই নেতা হবে। বিএনপির নামে কেউ যদি অবৈধ সুবিধা নিতে চায় বা আপনাদের জীবন-জীবিকায় বাধা সৃষ্টি করে, তাহলে আমাকে জানাবেন।

গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা–১০ আসনের গ্যাস সমস্যাটি শুধু এই এলাকার নয়, এটি পুরো ঢাকার সমস্যা। বিদ্যমান গ্যাস লাইনের সংস্কার ও অব্যাহত সরবরাহ নিশ্চিত করতে নির্বাচিত সরকার ছাড়া সমাধান সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে এ বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প নেওয়া হবে।

রাজনীতিতে দুর্বৃত্তায়ন প্রসঙ্গে তিনি কঠোর অবস্থান তুলে ধরে বলেন, জনজীবনে আতঙ্ক সৃষ্টি করে বা আধিপত্য বিস্তার করে কেউ বিএনপির রাজনীতি করতে পারবে না। ভুল হলে সংশোধনের সুযোগ থাকবে, কিন্তু পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সময়ে দেশ একটি সংকটময় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে পরীক্ষা-নিরীক্ষার সময় নয়, বরং অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন। 

তিনি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা খেলার মাঠ, পানির সংকট, যানজট ও শিশুদের নিরাপদ বিনোদনের বিষয়গুলো তুলে ধরেন। এ বিষয়ে রবিউল আলম বলেন, জনগণের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে এবং সর্বাধিক মানুষের কল্যাণ হয়, এমন পথই বেছে নেওয়া হবে।

তিনি বলেন, জনগণ ও জনপ্রতিনিধির মধ্যে যে সেতুবন্ধন তৈরি হবে, সেটাই সমাজ পরিবর্তনের শক্তি। আপনারা আমাদেরকে পাশে রাখুন, আমরা আপনাদের অধিকার প্রতিষ্ঠায় বাধ্য থাকব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow