বিএনপির সভায় যাওয়ার পথে বোমা হামলায় আহত প্রবাসীর মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে বিএনপির সভায় যাওয়ার পথে বোমায় হামলায় আহত সেই প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
মারা যাওয়া ওই প্রবাসীর নাম মো. সুজন সরদার (৩২)। তিনি উপজেলার শিকারমঙ্গল এলাকার মিজানুর রহমান সরদারের ছেলে। তিনি একজন সিঙ্গাপুর প্রবাসী। কিছুদিন পূর্বে ছুটিতে দেশে আসেন সুজন।
জানা যায়, বৃহস্পতিবার কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজার এলাকায় বিএনপির পক্ষ থেকে জিয়া মঞ্চের কর্মীসভা সফল করতে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। সেখানে যাওয়ার পথে এনায়েতনগর ইউনিয়নের খালেকের হাট বাজার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা বিএনপির নেতাকর্মীদের ওপর বোমা হামলা করে।
এসময় বিএনপির দুইজন সমর্থক প্রবাসী সুজন সরদার (৩২) ও শামিম বেপারী (২৮) গুরুতর আহত হন। পরে আহত সুজনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আজ শুক্রবার সন্ধ্যায় চিকিৎসারত অবস্থায় সুজন মারা যান।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী কালবেলাকে বলেন, গতকাল জিয়া মঞ্চের একটি প্রস্তুতিমূলক সভায় যাওয়ার সময় স্থানীয় ইউনিয়ন আওয়ামী সন্ত্রাসীরা আমাদের দলীয় লোকজনের ওপর অতর্কিত বোমা হামলা চালায়। এতে আমাদের দুজন সমর্থক আহত হয়। আহতদের মধ্যে সুজন সরদার মারা গেছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবির জানান, বোমা হামলায় আহত সুজন সরদার নামের এক ব্যক্তি মারা যাওয়ার সংবাদ শুনেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।