বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি জনমনে আশা জাগিয়েছে : কফিল উদ্দিন

2 hours ago 1

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি জনমনে আশা জাগিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিলউদ্দিন আহমেদ। 

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাজধানীর দক্ষিণখান থানার অন্তর্গত কাওয়ালা স্টাফ কোয়ার্টার জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লি ও স্থানীয় জনগণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণকালে এই মন্তব্য করেন তিনি। 

লিফলেট বিতরণের আগে কফিল উদ্দিন বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীরা।

কফিল উদ্দিন আহমেদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি। এই ৩১ দফা শুধু রাজনৈতিক দল নয়, সাধারণ মানুষের অধিকার রক্ষারও রূপরেখা। জনগণকে সম্পৃক্ত করেই আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব। 

এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন বলেছেন, বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। একটি গোষ্ঠী, যারা ফ্যাসিবাদের শক্তি হিসেবে হাজার হাজার কোটি টাকার মালিক, তারা পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার পাঁয়তারা করছে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বাদ জুমা রাজধানীর উত্তরখান শাহ কবির (র.) মাজার প্রাঙ্গণে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মেহমানদারি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পিআর পদ্ধতি বলে কিছু নেই উল্লেখ করে আফাজ উদ্দিন বলেন, দু-একটি রাজনৈতিক দল ইচ্ছে করে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। বিভ্রান্তি ছড়ানোর জন্য তারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে। অথচ বিএনপিসহ দেশের মানুষ গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করেছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, কোনো পিআর পদ্ধতির জন্য নয়। তাই অযথা এই ইস্যুটি সামনে এনে নির্বাচন বানচাল করার চেষ্টা সফল হবে না।

অপরাধ ও অরাজকতার বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, সমাজে ছিনতাই, চুরি, রাহাজানি, কিশোর গ্যাং কিংবা বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি অরাজকতায় জড়ায়- তাদের শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, কোনো অন্যায়কারীর জায়গা বিএনপিতে নেই। আমাদের রাজনীতি এখন আর ফেসবুকে ছবি তুলে পোস্ট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের প্রতিটি স্তরে টিমওয়ার্কের মাধ্যমে বিএনপি কাজ করছে এবং এসব কর্মকাণ্ডের তথ্য হাইকমান্ডের কাছে জমা হচ্ছে। 

বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখা জনগণের জন্য জানিয়ে আফাজ উদ্দিন বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায় শুরু করবে। ইতোমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে- আধুনিক স্বাস্থ্যসেবা উন্নয়ন, কৃষকদের স্বার্থরক্ষা, মুক্তিযোদ্ধাদের কল্যাণ, যুবসমাজকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানে যুক্ত করা ইত্যাদি। ৩১ দফার প্রতিটি পয়েন্টই জনগণের কল্যাণের রূপরেখা। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালিত হবে।

Read Entire Article