বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

1 month ago 22

গাজীপুরের কালিয়াকৈরে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ সময় ব্যবসায়ীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর ও রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সোমবার (২ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার (আন্দরমানি) রোড এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম সাইফুল ইসলাম (৪৪)। তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুর রঙ্গারটেক এলাকার বাসিন্দা। শফিপুর বাজারে তার বিকাশের ব্যবসা আছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাশ ব্যবসায়ী সাইফুল ইসলাম সোমবার (২ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে দোকান বন্ধ করে টাকার ব্যাগ নিয়ে বাসার দিকে যাচ্ছিলেন। তার ব্যাগে ব্যবসার ১০ লাখ টাকা ছিল। এ সময় পূর্ব থেকে ওঁতপেতে থাকা ৫-৭ জনের একদল ছিনতাইকারী সাইফুলকে পেছন থেকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে ছিনতাইকারীরা তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা তিনটি ককটেলের ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সুযোগে ছিনতাইকারীরা একটি প্রাইভেটকারযোগে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ব্যবসায়ী সাইফুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় কালিয়াকৈরের সফিপুর মডার্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সভারের এনাম মেডিকেল কলেজে পাঠায়।

এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমিনুল ইসলাম জানান, ব্যবসায়ী সাইফুল ইসলামকে কুপিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার খবর পেয়ে রাতেই কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যবসায়ীর অবস্থা গুরুতর। তিনি কথা বলতে পারছেন না। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ব্যবসায়ীর পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমিনুল ইসলাম/এফএ/জিকেএস

Read Entire Article