বিচারকের সঙ্গে খারাপ আচরণে আইনজীবীকে কারাদণ্ড

2 months ago 7

বিচারকের সঙ্গে খারাপ আচরণের অভিযোগে ঢাকা আইনজীবী সমিতির এক আইনজীবীকে সাত দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আইনজীবীর নাম অ্যাডভোকেট মোকসেদ আলী আকন্দ। তবে এর কিছুক্ষণ পরে আপিলের শর্তে তার জামিনও মঞ্জুর করা হয়েছে।

বুধবার (২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম। তিনি বলেন, আমরা ওই আইনজীবীর কারাদণ্ডের খবর পেয়ে সংশ্লিষ্ট আদালতে জামিন শুনানি করার জন্য যাই। কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের শর্তে মোকসেদ আলীর জামিনের আবেদন করি।

তিনি আরও বলেন, শুনানি শেষে আদালত আইনজীবীর বয়স বিবেচনায় আগামী সাত দিনের মধ্যে আপীলের শর্তে ৫০০ ঢাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

Read Entire Article