বিছানায় পড়ে ছিল মা ও দুই ছেলের মরদেহ

3 months ago 49
ঢাকার ধামরাইয়ে নিজ ঘর থেকে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ জুন) বেলা ৩টার দিকে ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন- নাগরিস (৩৭), তার ছেলে শামীম (১৭) ও সুলায়মান (৮)। বড় ছেলে মিঠু ডেকারেটরের কাজ করতেন এবং ছোট ছেলে সোলাইমান মায়ের কাছে থাকতেন। তবে এখন পর্যন্ত তাদের মৃত্যুর কোনো কারণ জানা যায়নি বলে জানিয়েছে থানা পুলিশ। স্থানীয়রা জানান, দুপুরের দিকে নিহতের মেয়ে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ পান। দরজা খুলে ঘরে ঢুকে তিনজনকে অচেতন অবস্থায় শুয়ে থাকতে দেখেন। একপর্যায়ে তাদের ডাকাডাকি করলেও সাড়া না দিলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।  নারগিস আক্তারের মা ও বোনের দাবি, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।  নারগিস আক্তারের মেয়ে নাছরিন আক্তার বলেন, আজ দুপুরে মায়ের কাছে বারবার মোবাইল ফোনে কল করে তাকে না পেয়ে আমার স্বামীর বাড়ি থেকে মায়ের বাড়িতে চলে আসি। এসে দেখি ঘরের দরজা বন্ধ। পরে আমি দরজার সামনে গিয়ে মাকে ডাকতে থাকি। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি মাসহ দুই ভাইয়ের মরদেহ পড়ে আছে। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসেছি। প্রাথমিক সুরতহালে মরদের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ মৃত্যুর কারণ জানতে কাজ করছে।
Read Entire Article