গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় মিছিলে যোগ দিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া (হার্ট অ্যাটাক) বন্ধ হয়ে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। তার নাম মোস্তাক আহমেদ (৪৫)। তিনি একজন পরিবহন ব্যবসায়ী।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে কাপাসিয়া শহরে এই ঘটনা ঘটে।
যুবদল নেতা মোস্তাক আহমেদ উপজেলার টোক ইউনিয়নের টোকনগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি টোক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু জানান, কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৫ আগস্টের বিজয়ের আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শুরুর আগেই দুপুর ১২টার দিকে যুবদল নেতা মোস্তাক আহমেদ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমিনুল ইসলাম/এসআর/জেআইএম