বিজয়নগরে রাস্তায় শুয়ে বিক্ষোভ, যানচলাচল বন্ধ 

1 week ago 6
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দলটিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টা থেকে রাজধানীর বিজয় নগরে আল রাজি কমপ্লেক্সের সামনের সড়ক অবরোধ করেন তারা। ‘জুলাই মঞ্চ’ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা রাস্তার ওপর শুয়ে পড়েছেন। অন্যদিকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে  আল রাজি কমপ্লেক্সের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে।  বিভিন্ন দলের নেতারা সেখানে সংহতি জানিয়ে বক্তব্য রাখছেন। জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ সংহতি জানিয়ে বক্তব্য রেখেছেন।  এই কর্মসূচিকে ঘিরে পল্টন মোড় থেকে কাকরাইল অভিমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
Read Entire Article