বিজিবির জন্য বরাদ্দ সাড়ে চার হাজার কোটি টাকা

3 months ago 42

২০২৫-২৬ সালের জন্য ঘোষিত বাজেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর জন্য ৪ হাজার ৫০৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিদায়ী অর্থ বছরে সীমান্ত রক্ষায় নিয়োজিত এই বাহিনীর জন্য বরাদ্দ ছিল ৪ হাজার ১৪৩ কোটি টাকা। পাশাপাশি দেশের উপকূল রক্ষার দায়িত্বে থাকা কোস্ট গার্ড বাহিনীর জন্য এবারের বাজেটে ১ হাজার ১৮৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে এই বরাদ্দ ছিল এক হাজার ৫১ কোটি টাকা।

বাজেট প্রস্তাবনায় ২০২৫-২৬ অর্থ বছরে বিজিবির জন্য সীমান্ত এলাকায় ৭৩টি কম্পোজিট বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) নির্মাণ এবং বিজিবির নবসৃষ্ট নারায়ণগঞ্জ (৬২ বিজিবি) ব্যাটালিয়ন ও গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অবকাঠামোগত স্থাপনা নির্মাণের কথা বলা হয়েছে।

এদিকে কোস্ট গার্ডের জন্য লজিস্টিক ফ্লিট মেইনটেন্যান্স গড়ে তোলা এবং বাহিনীর সক্ষমতা বাড়াতে প্রতিস্থাপক জাহাজ সংগ্রহ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়েছে।

সোমবার (২ জুন) অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই বাজেট ঘোষণা করেন। ঘোষিত বাজেটে জননিরাপত্তা বিভাগে ২৭ হাজার ১ কোটি ৪৬ লাখ টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে এই প্রস্তাব ছিল ২৬ হাজার ৮৭৬ কোটি টাকা বরাদ্দের। যা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ২৫ হাজার ৬৩৪ কোটি টাকা। বিজিবি ও কোস্ট গার্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অন্তর্ভুক্ত।

Read Entire Article