বিজেপির উন্নয়নে জেন-জিদের আস্থা রয়েছে : মোদি

ভারতের তরুণ প্রজন্ম বিশেষ করে জেন-জি বিজেপির উন্নয়ন মডেলের ওপর আস্থা রেখেছে বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (১৭ জানুয়ারি) পশ্চিমবঙ্গের মালদাহে এক জনসভায় তিনি এ কথা বলেন।  হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  নরেন্দ্র মোদি বলেন, দেশের মানুষ, বিশেষ করে জেন-জি বিজেপির উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস রাখছে। আগে যেসব জায়গায় বিজেপির জয় অসম্ভব বলে মনে করা হতো, সেখানেও এখন আমরা বিপুল সমর্থন পাচ্ছি। বক্তব্যে তিনি মহারাষ্ট্র ও কেরালার উদাহরণ টেনে বলেন, গতকাল মহারাষ্ট্রে বিজেপি ঐতিহাসিক সাফল্য এসেছে। বিশ্বের বৃহত্তম নাগরিক সংস্থাগুলোর একটি বিএমসি মুম্বাই নির্বাচনে বিজেপি রেকর্ড জয় এবং একইভাবে কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে বিজেপি প্রথমবারের মতো মেয়র পদে জয় পেয়েছে। ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘এসব সাফল্য প্রমাণ করে যে দেশের ভোটারদের পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যেও বিজেপির প্রতি আস্থা ক্রমেই বাড়ছে। আগামী মার্চ-এপ্রিলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই জনসভায় নতুন রাজনৈতিক স্লোগানও দেন মোদি। ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’ স্লোগান দিয়ে বাং

বিজেপির উন্নয়নে জেন-জিদের আস্থা রয়েছে : মোদি

ভারতের তরুণ প্রজন্ম বিশেষ করে জেন-জি বিজেপির উন্নয়ন মডেলের ওপর আস্থা রেখেছে বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (১৭ জানুয়ারি) পশ্চিমবঙ্গের মালদাহে এক জনসভায় তিনি এ কথা বলেন।  হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

নরেন্দ্র মোদি বলেন, দেশের মানুষ, বিশেষ করে জেন-জি বিজেপির উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস রাখছে। আগে যেসব জায়গায় বিজেপির জয় অসম্ভব বলে মনে করা হতো, সেখানেও এখন আমরা বিপুল সমর্থন পাচ্ছি।

বক্তব্যে তিনি মহারাষ্ট্র ও কেরালার উদাহরণ টেনে বলেন, গতকাল মহারাষ্ট্রে বিজেপি ঐতিহাসিক সাফল্য এসেছে। বিশ্বের বৃহত্তম নাগরিক সংস্থাগুলোর একটি বিএমসি মুম্বাই নির্বাচনে বিজেপি রেকর্ড জয় এবং একইভাবে কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে বিজেপি প্রথমবারের মতো মেয়র পদে জয় পেয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘এসব সাফল্য প্রমাণ করে যে দেশের ভোটারদের পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যেও বিজেপির প্রতি আস্থা ক্রমেই বাড়ছে। আগামী মার্চ-এপ্রিলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই জনসভায় নতুন রাজনৈতিক স্লোগানও দেন মোদি। ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’ স্লোগান দিয়ে বাংলার জন্য পরিবর্তনের আহ্বান জানান তিনি। 

এদিনের কর্মসূচিতে নরেন্দ্র মোদি হাওড়া-গুয়াহাটি রুটে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রেল ও সড়ক অবকাঠামো উন্নয়নে ৩ হাজার ২৫০ কোটি রুপি বাজেটের একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow