বিজয় দিবস দিয়ে টার্ফে ফিরছে হকি
প্রায় সাত মাস বিরতির পর টার্ফে ফিরছে হকি। সেটা প্যারাগন বিজয় দিবস হকি প্রতিযোগিতা দিয়ে। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) খেলবে বাংলাদেশ নৌবাহিনীর বিপক্ষে। দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে এ ম্যাচ।
এটি হতে যাচ্ছে হকির অ্যাডহক কমিটির প্রথম কার্যক্রম। সংবাদ সম্মেলনে আট দিনের আসরের বিস্তারিত তথ্য তুলে ধরেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান। এ আসর সম্পর্কে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা ভবিষ্যতে কোনো বিরতি ছাড়াই হকি কার্যক্রম পরিচালনা করতে চাই। এটি হতে যাচ্ছে প্রথম পদক্ষেপ। পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসার জন্য প্যারাগন গ্রুপকে ধন্যবাদ জানাই।’
এ সময় লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান আরও জানান, সাবেক জাতীয় ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ নামে একটি দল গঠিত হয়েছে। দলটি বিজয় দিবস প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক কোচ ও নির্বাহী কমিটির বর্তমান সদস্য হোসেন ইমাম চৌধুরী শান্তা।
বিজয় দিবসের ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ ও বিকেএসপি। ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।