বিজয় দিবস হকি: সেনাবাহিনী ও বিকেএসপির জয়

12 hours ago 5

বিজয় দিবস হকি টুর্নামেন্টে জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। বুধবার মওলানা ভাসানী স্টেডিয়ামে ‘খ’ গ্রুপের ম্যাচে সেনাবাহিনী ২-১ গোলে হারিয়েছে খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদকে। আগের দিন বিমানবাহিনীকে হারিয়ে চমক দেখানো দলটি দ্বিতীয় ম্যাচে আর কুলিয়ে উঠতে পারেনি সেনাবাহিনীর বিপক্ষে।

বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল ম্যাচটি। চতুর্থ কোয়ার্টার ছাড়া কমবেশি সমান সমান লড়াই হয়েছে ম্যাচে। প্রথম কোয়ার্টার গোলশূন্য ছিল, দ্বিতীয় কোয়ার্টারে ষষ্ঠ মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্যকে লিড এনে দেন। সেনাবাহিনী যেন ম্যাচের শেষ অংশের জন্য তাদের সেরাটা সঞ্চয় করে রেখেছিল। শেষ দিকে এটি প্রায় একচেটিয়া খেলে সেনাবাহিনী।

হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদের গোলকিপার নুরুজ্জামান নয়ন একাধিকবার সেনাবাহিনীকে হতাশ করেন। ম্যাচের ৩২ মিনিটে সেনাবাহিনীর আব্দুল মালেক সমতা আনেন এবং ম্যাচের ৫৬ মিনিটে আহসান হাবিব গোল করেন পেনাল্টি কর্নার থেকে। বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ বিমানবাহিনীর মুখোমুখি হবে বাংলাদেশ সেনাবাহিনী।

দিনের প্রথম ম্যাচে জনি ইসলামের জোড়াা গোলে বিকেএসপি বাংলাদেশ পুলিশকে ৫-০ গোলে পরাজিত করে, মেহেদী হাসান অভি, হোজাইফা হোসেন ও তায়েব আলী বাকি তিনটি গোল করেন।

আরআই/আইএইচএস/

Read Entire Article