যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মোংলায় নৌ অঞ্চলে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।
দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে নৌ অঞ্চলের মসজিদে স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে মোংলার দিগরাজ নেভাল বার্থে যুদ্ধ জাহাজ বানৌজা তুরাগ দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। নৌবাহিনীর জাহাজ ও মিউজিয়াম পরিদর্শন করতে পেরে উচ্ছ্বসিত হন দর্শনার্থীরা।
আবু হোসাইন সুমন/এফএ/জিকেএস