বিজয় দিবসে মিরপুরে শহীদ মুশতাক-জুয়েল একাদশের ম্যাচ

3 weeks ago 23

মহান বিজয় দিবসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদ ক্রিকেট সংগঠক মুশতাক আহমেদ এবং শহীদ ক্রিকেটার জুয়েলকে স্মরণ করে বিশেষ প্রদর্শনী ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় শুরু হবে ২০ ওভারের এই ম্যাচ। জাতীয় দলের ব্যস্ততার কারণে এবারের ম্যাচে খেলবেন সাবেক ক্রিকেটাররা।

মুশতাক একাদশ দলে আছেন গাজী আশরাফ হোসেন লিপু, আব্দুর রাজ্জাক, হান্নান সরকার, আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু এবং মেহরাব হোসেন অপির মতো তারকারা।

অন্যদিকে, জুয়েল একাদশ দলে খেলবেন রকিবুল হাসান, হাবিবুল বাশার, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক এবং শাহরিয়ার নাফীসসহ আরও অনেকে।

শহীদ মুশতাক একাদশ: হান্নান সরকার, ফাহিম মুনতাসির সুমিত, গাজী আশরাফ হোসেন লিপু, হাসানুজ্জামান ঝড়ু, হাসিবুল হোসেন শান্ত, আব্দুর রাজ্জাক, সাইদুল ইসলাম ইফি, মাহমুদুল হাসান রানা, আকরাম খান, মেহরাব হোসেন অপি, মিনহাজুল আবেদিন নান্নু, মোহাম্মদ আলি, মুশফিকুর রহমান বাবু, নাজমুল হোসেন, সাজ্জাদ আহমেদ শিপন।

শহীদ জুয়েল একাদশ: রকিবুল হাসান, এহসানুল হক সিজান, এনামুল হক মনি, ফয়সাল হোসেন ডিকেন্স, হাবিবুল বাশার সুমন, হারুন উর রশিদ লিটন, জাভেদ ওমর বেলিম গোল্লা, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রফিক, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম শাহেদ, সানোয়ার হোসেন, শাহরিয়ার নাফীস, তালহা জুবাইর।

Read Entire Article