প্রতি বছরের ন্যায় এবারও মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজন করেছিল একটি প্রীতি ফুটবল ম্যাচ। সাবেক তারকা ফুটবলাররা লাল দল ও সবুজ দলের ব্যানারে এই প্রীতি ম্যাচে অংশ নিয়েছেন। বাফুফে ভবন সংলগ্ন এই ম্যাচ ঘিরে সাবেক তারকা ফুটবলারদের মিলনমেলায় পরিণত হয়েছিল।
ম্যাচের বিরতির সময় দুই দলের খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এ সময় বাফুফে সভাপতি গণমাধ্যমকে বলেন, ‘আজ ১৬ ডিসেম্বর। ঐতিহ্য অনুসারে আমরা এই ম্যাচ আয়োজন করেছি জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের মাধ্যমে। জাতীয় দলের অনেক সাবেক খেলোয়াড় বাফুফেতে নির্বাচিত হয়ে এসেছেন। আমি মনে করি, এটা বড় একটা উদ্যোগ ও বড় আয়োজনের জায়গা।’
সামনে দেশের বিভিন্ন জায়গায় এমন আয়োজন করা হবে জানিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘আগামীতে বিজয় দিবসের এই ম্যাচ দেশের বিভিন্ন স্থানে আয়োজনের চেষ্টা থাকবে। কারণ, বিভিন্ন জয়গায় আমাদের সাবেক খেলোয়াড়রা থাকেন। সবাইতো ঢাকায় থাকেন না। বিজয়টা তো সবার।’
সাবেক খেলোয়াড়দের মধ্যে যারা এই ম্যাচে অংশ নিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- ইমতিয়াজ আহমেদ নকীব, নজরুল ইসলাম, রিতু, আবু ফয়সাল, আজমল হোসেন বিদ্যুৎ, আলমগীর, জাকির হোসেন, জাহেদ পারভেজ, আবদুল কাউয়ুম সেন্টু, ফিরোজ মাহমুদ টিটু, ওয়ালি ফয়সাল, সাইফুর রহমান খোকন, আমিন রানা, আতিকুর রহমান, নিজাম মজুমদার, মজিবর রহমান ডন, জাহিদ হাসান এমিলি, নয়ন, প্রাণতোষ কুমার, অমিত খান শুভ্র, মিলন, রোকনুজ্জামান কাঞ্চন, মামুন মিয়া প্রমুখ।
উপস্থিত ছিলেন ছাইদ হাছান কানন, গোলাম গাউস, মাসুদ রানা, সত্যজিৎ দাশ রুপু, সম্রাট হোসেন এসিলি, ইকবাল হোসেন, সাইফুর রহমান মনি। বাফুফের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন স-হসভাপতি সাব্বির আহমেদ আরেফ, ফাহাদ করিম, সদস্য টিপু সুলতান, সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিন ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
ম্যাচে লাল দল ৩-১ গোলে হারিয়েছে সবুজ দলকে। লাল দলের গোল করেছেন প্রাণতোষ কুমার দাস, আমিন রানা ও রোকনুজ্জামান কাঞ্চন এবং সবুজ দলের গোলদাতা মিলন।
আরআই/এমএইচ/এমএস