বিদায় অনুষ্ঠানে ঢুকতে বাধা দেওয়ায় শিক্ষার্থীকে বেধড়ক পেটাল বহিষ্কৃতরা

3 hours ago 3
বিদায় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রতিষ্ঠানের একদল বহিষ্কৃত শিক্ষার্থী। কিন্তু তাতে বাধা দেন স্কুলের শিক্ষার্থীরা। ফলে বিদায় বেলায় রণক্ষেত্রে পরিণত হয় স্কুল প্রাঙ্গণ।  বুধবার ( ২২ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রদের মধ্যে বিদায় অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।  ভিডিওতে দেখা গেছে, এক শিক্ষার্থীর ওপর কয়েকজন শিক্ষার্থী হঠাৎ ঝাঁপিয়ে পড়ছেন। এ সময় পাশে থাকা শিক্ষার্থীরা নিরব দর্শকের ভূমিকা পালন করে। তারা তাদের থামানোর পরিবর্তে মোবাইলে ভিডিও রেকর্ড করতে থাকেন।  স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, মারামারিতে জড়ানো শিক্ষার্থীরা স্কুলের বর্তমান শিক্ষার্থী নয়। একাদশ শ্রেণিতে অকৃতকার্য কয়েকনজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা অনুষ্ঠানে এসে ঝামেলা পাকিয়েছে।  আনন্দবাজার জানিয়েছে, ভিডিওতে জয়পুরের একটি স্কুলের ড্রেস পরা দুই ছাত্রকে বিতর্কে জড়াতে দেখা যায়। বহিষ্কৃত এই শিক্ষার্থীরা বিদায় অনুষ্ঠানে যোগ দিতে স্কুলে প্রবেশের চেষ্টা করতেই তাদের বাধা দেয় এক শিক্ষার্থী। একপর্যায়ে একে অন্যের গলা চেপে ধরে। এ সময় তার সঙ্গে থাকা অন্য ছাত্রদের তাদের ঠেলে দেয়। তারা ছাত্রটিকে বারবার বুকে লাথি ও চড় মারতে থাকে। এ ব্যাপারে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। 
Read Entire Article