তুর্কি নাগরিককে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, টার্কিশ এয়ারলাইন্সের স্টেশন মাস্টার সেরকান আকচান নামের এক ব্যক্তি ডিএমপির গুলশান থানায় এনএসআই পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ করেন। ফোনে ওই ব্যক্তি নিজেকে এনএসআই গুলশান জোনের এডি আব্দুল মুহিন হিসেবে পরিচয় দেন। এ সময় তুর্কি নাগরিক তার দোভাষীর সাথে কথা বলিয়ে দেন।
অভিযোগে বলা হয়, ফোনকারী পুনরায় এনএসআইর এডি পরিচয় দিয়ে তুর্কি নাকরিকের পাসপোর্ট ও জন্ম তারিখ মিলিয়ে নেয়। পরে বলে পাসপোর্ট ভেরিফিকেশন করে এসবিতে দিতে হবে বলে জানানো হয়। এ সময় কাজের জন্য পাঁচ হাজার টাকা দিতে হবে বলা হয়। না হলে ভেরিফিকেশন আটকায়ে দিব তখন এক লাখ টাকা দিতে হবে বলেও জানানো হয়।
অভিযোগে আরও বলা হয়, তুর্কি নাগরিক তাকে টাকা দিতে অস্বীকার করলে অজ্ঞাতনামা ব্যক্তি নানাভাবে ভয়ভীতি দেখায়। বিষয়টি বাংলাদেশের টার্কিশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষের মাধ্যমে থানায় এসে লিখিত অভিযোগ করলে বিদেশি নাগরিকের সম্মান ও নিরাপত্তার কথা ভেবে গুলশান থানার ওসি মো. হাফিজুর রহমানের নেতৃত্বে তাৎক্ষণিক মামলা রুজু করে অপরাধীকে দ্রুত আটক করার জন্য তদন্তকারী কর্মকর্তা এসআই (মাহফুজুল হককে নির্দেশ প্রদান করেন।
গুলশান থানা জানিয়েছে, নির্দেশনা মোতাবেক এসআই মাহফুজুল হক, এসআই আজিজ মাহমুদ, এএসআই আরিফুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় অজ্ঞাত ফোনকারী মো. রুবেল হোসেনকে (৩৮) পূর্ব কাজীপাড়া এলাকা থেকে ব্যাপক অভিযান পরিচালনা করে আটক করে আদালতে পাঠায়। সে সময় আসামির নিকট থেকে এজাহারে উল্লেখিত মোবাইল সিম এবং পাসপোর্টের তথ্য সংবলিত বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।