বিদেশি পিস্তলসহ ‘হাড্ডি সাগর’ গ্রেপ্তার

3 weeks ago 13

খুলনায় বিদেশি পিস্তলসহ তালিকাভুক্ত সন্ত্রাসী সাগর বিশ্বাস ওরফে হাড্ডি সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে নগরীর জোড়াগেট সিএন্ডবি কলোনির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় সোনাডাঙ্গা থানা পুলিশ। সাগর সোনাডাঙ্গা আবাসিক ৩য় ফেজ এলাকার শহীদুল ওরফে মহিউদ্দিনের ছেলে। 

সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, সাগর সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য নগরীর জোড়াগেট এলাকার সিএন্ডবি কলোনিতে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয় সে। পুলিশ তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে।

তিনি বলেন, গ্রেপ্তার সাগর বিশ্বাস ওরফে হাড্ডি সাগর নগরীর চানমারী এলাকার ত্রাস আশিক বাহিনীর সদস্য। সে আশিক বাহিনীর সদস্য হিসেবে সোনাডাঙ্গা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করত। তার নামে খুলনার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ ৭টি মামলা চলমান রয়েছে।

Read Entire Article