বিদেশে বসে ফেসবুক পোস্ট, দেশে চুরি হওয়া গাড়ি উদ্ধার
হবিগঞ্জের মাধবপুরে এক হতদরিদ্র টমটম চালকের চুরি হওয়া গাড়ি উদ্ধার হয়েছে। স্থানীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবাসী সাংবাদিক নেতা এরশাদ আলীর এক ফেসবুক পোস্টের মাধ্যমে গাড়িটি উদ্ধার সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলারুশ থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে স্থানীয় মনতলা বাজার থেকে চুরির ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করেন তিনি। সেখানে চোরের ছবি স্পষ্ট দেখা যায়। পোস্টে চোরকে শনাক্ত করতে এবং গাড়ির সন্ধান দিতে আহ্বান জানানো হলে মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়।
পরদিন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মাধবপুরের জগদীশপুর ইউনিয়নে এলাকাবাসী গাড়িটি আটকে রেখে ইউনিয়ন অফিসে জমা দেন। যদিও গাড়িটির ব্যাটারি পাওয়া যায়নি। চোর তখন পালিয়ে যায়।
টমটমের মালিক মিজান মিয়া বলেন, স্বপ্নেও ভাবিনি গাড়ি ফিরে পাব। থানায় গিয়ে জিডি করেছিলাম, কিন্তু এরশাদ ভাইয়ের ফেসবুক পোস্টের কারণে গাড়ি ফিরে পেলাম। আমরা ভীষণ খুশি।
সাংবাদিক এরশাদ আলী বলেন, আমার ফেসবুক পোস্টে দেওয়া ছবির সূত্রেই গাড়িটি উদ্ধার হয়েছে জেনে আমি আনন্দিত। মাধবপুরে চুরি-ছিনতাই দমন হোক, আইনশৃঙ্খলা সুন্দর থাকুক- এটাই আমার কামনা।
মাধবপুর থানার ওসি মো. শহীদুল্লাহ কালবেলাকে বলেন, গাড়ি উদ্ধার হওয়া আনন্দের খবর। চোরকে শনাক্ত করতে আমরা চেষ্টা চালাচ্ছি।