এবারের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উৎসব’ ব্যাপক প্রশংসিত হয়েছে। সিনেমাটি দেশের গণ্ডি ছাড়িয়ে অস্ট্রেলিয়ায়ও এর অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। ফলে ছেলের অভিনীত সিনেমা দেখার কোনো টিকিটই পাচ্ছিলেন না অভিনেতা সৌম্য জ্যোতির মা অভিনেত্রী শাহনাজ খুশি।
অনেক অপেক্ষা শেষে শাহনাজ খুশি শুক্রবার (৪ জুলাই) প্রবাসীদের সঙ্গে দেখলেন ছেলে অভিনীত ‘উৎসব’ সিনেমা। সিনেমাটি দেখে দুই ছেলেকে জড়িয়ে ধরে দর্শকদের সামনে কাঁদলেন অভিনেত্রী শাহনাজ খুশি ও নাট্যকার বৃন্দাবন দাস।
অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির তারিখ জানানোর পরই একসঙ্গে ১৩ দিনের টিকিট বিক্রি হয়ে যায়। বিষয়টি নিয়ে একদিকে যেমন আনন্দ, তেমনি অন্যদিকে ছেলের সিনেমার টিকিট কাটতে না পেরে অনেকটাই মন খারাপ হয়েছিল শাহনাজ খুশির।
শাহনাজ খুশি গত মে মাস থেকেই অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তাদের পুরো পরিবারই একসঙ্গে ছিল। পরে সিনেমা মুক্তি উপলক্ষে সৌম্য জ্যোতি ও তার বাবা বৃন্দাবন দাস দেশে ফেরেন। এ প্রসঙ্গে খুশি জানান, কিছুদিন পূর্বে সৌম্য ও বৃন্দাবন দাস অস্ট্রেলিয়া গিয়েছেন। এরপর তারা একসঙ্গে সিনেমাটি উপভোগ করার সিদ্ধান্ত নেন। তবে একসঙ্গে চারটি টিকিট সংগ্রহ করা দূরহ হয়ে পড়ে। পরে অসুস্থতার কারণে একটি পরিবার চারটি টিকিট করে ফেরত দেয়। এ টিকিট পেয়ে যায় তারা। সঙ্গে সঙ্গে চলে যান সিনেমা দেখতে।
অভিনেত্রী শাহনাজ খুশি তার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন। এতে সিনেমাটি দেখে দুই ছেলেকে জড়িয়ে খুশি কেঁদেছেন সেই চিত্র দেখা যায়। দুই ছেলে দর্শকদের সামনে মা ও বাবাকে জড়িয়ে ধরে কাঁদছেন। এরপরে তারা দর্শকদের সঙ্গে আলাপ চারিতায় মেতে ওঠেন।
- আরও পড়ুন
- ২৯ দিনে ‘উৎসব’র ৫ কোটি টাকার টিকিট বিক্রি
- দেশের টানে বলিউডে প্রতিষ্ঠার সুযোগ ছেড়ে দিয়েছিলেন এন্ড্রু কিশোর
সৌম্য জ্যোতিকে ‘উৎসব’ সিনেমার জাহিদ হাসান অভিনীত ‘জাহাঙ্গীর’ চরিত্রের তরুণ বয়সে দেখা গেছে। এত দিন দেশের দর্শকদের প্রশংসায় ভাসছিলেন সৌম্য। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জাহিদ হাসান, সৌম্য ছাড়াও ছিলেন জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান প্রমুখ।
এমএমএফ/জিকেএস