বিদ্যুতায়িত মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও

2 hours ago 4
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পর্শে মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।  মা-মেয়ে হলেন—নেজামপুর দক্ষিণপাড়ার মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) ও মেয়ে আয়েশা বেগম (২৩)। জানা গেছে, মঙ্গলবার রাতে আলমগীরের হোসেনের ব্যাটারিচালিত অটোরিকশাটি চার্জে দেওয়া ছিল। ভোর সাড়ে ৫টার দিকে অটোরিকশায় থাকা একটি ব্যাগ বের করতে গিয়ে বিদ্যুতায়িত হন আলমগীরের স্ত্রী হাওয়া বেগম। এ সময় মাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মারা যান। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, নাচোল উপজেলায় মা-মেয়ে বিদ্যুৎস্পর্শে মারা গেছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা থানায় দায়ের করা হয়েছে। মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
Read Entire Article