বিদ্যুৎবিহীন মনোহরগঞ্জের লক্ষাধিক পরিবার 

2 months ago 20

ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে পড়ছে লক্ষাধিক পরিবার। গত দুদিন টানা বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের প্রভাবে বিদ্যুতের সঞ্চালন লাইনের ওপর ভেঙে পড়ছে গাছপালা। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়ছে পুরো উপজেলার মানুষ। 

শনিবার (৩১ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার খিলা, হাসনাবাদ, নাথেরপেটুয়া, ঝলম দক্ষিণ, মৈশাতুয়া ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে সঞ্চালন বিদ্যুতের লাইনের উপর আনুমানিক তিন শতাধিক স্থানে গাছপালা ভেঙে পড়ছে। এতে বিদ্যুতের ৫টি খুঁটি ভেঙে পড়ছে। ১টি ট্রান্সফরমার নষ্ট হয়েছে। সঙ্গে ৬৫টি মিটার ভেঙেছে। 

এদিকে বিদ্যুৎ না থাকায় বিঘ্ন হচ্ছে টেলিযোগাযোগ সেবাও। উপজেলার অধিকাংশ এলাকায় বন্ধ রয়েছে মোবাইলের ইন্টারনেটে। এছাড়া দেখা দিয়েছে মোবাইল নেটওয়ার্কের জটিলতা। 

মনোহরগঞ্জ জোনাল অফিস পল্লী বিদ্যুৎ সমিতি-৪ (ডিজিএম) এ কে এম আজাদ জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে সঞ্চালন বিদ্যুৎ লাইনের উপর গাছপালা ভেঙে পড়ছে। এতে বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে মাটিতে পড়ছে। মানুষ সাময়িক ভোগান্তিতে পড়ছে। কাজ চলমান রয়েছে। ঠিকাদারের মাধ্যমে ২টি খুঁটি শুক্রবার প্রতিস্থাপন করা হয়। ঠিকাদারি লোক বৃদ্ধি করা হয়েছে। যতদ্রুত সম্ভব সকল বন্ধ লাইন সমস্যার সমাধান করে চালু করা হবে।  
 

Read Entire Article